ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬০ প্রকার আমসহ ১৫২ জাতের ফল

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৭ জুন ২০১৭

রাজধানীর ফার্মগেটে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে চলছে ফল মেলা। তিন দিনব্যাপী এ মেলার পর্দা নামবে রোববার।  শনিবার দ্বিতীয় দিনে মেলায় ছিল উপচেপড়া ভিড়। ফরমালিনমুক্ত ফলের সমাহার ঘটায় অনেকেই ছুটছেন মেলায়। মেলায় পাওয়া যাচ্ছে ৬০ প্রকার আমসহ ১৫২ প্রজাতির ফল।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় জাগো নিউজকে বলেন, দেশে বর্তমানে ২০০ প্রকার আমের চাষা হচ্ছে। এর মধ্যে মেলায় ৬০ প্রকার আম প্রদর্শনীতে রাখা হয়েছে। প্রায় ১৫০ প্রকার আমের ছবি প্রকাশ করা হয়েছে। ফল উৎপাদনে দেশ অনেক দূর এগিয়েছে।

pran

মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা আমের প্রকারভেদ দেখে হতবাক হচ্ছেন। এত জাতের আম থাকতে পারে তারা ভাবতেই পারেননি। সাধারণ মানুষের পরিচিত ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, চোষা, হাড়িভাঙা ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে বৌভোলানী, বোম্বাই, লখ্যা, রাণী পছন্দ, ঝিনুক, মিশ্রিদানা, ফালুয়া, চীনা বোম্বাই, দুধ চোষা, শাহ পছন্দ, আশ্বিনা, বাতাসা, রাংগুয়াই, তোতাপুরি, মল্লিকা, খিরসাপাত, বারি-৪, গৌড়মতি, কাজলী, তক্তা ফজলি, ভিয়েতনামি, বারি-৬, স্থানীয় বোম্বাই, ব্রুনাইকিং, বারি-৭, গাজী ভোগ, ব্যানানা, লালপুরগুটি, সূর্য পুরইসহ ৬০ প্রকার আম।

মেলা ঘুরে দেখা গেছে, মেলায় অঞ্চলভেদে বিভিন্ন ফলের পৃথক স্টল রয়েছে৷ উত্তরাঞ্চলের ফল, ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের ফল, উপকূলীয় অঞ্চলের ফল, পাহাড়ি অঞ্চলের ফল ইত্যাদি ভাগে ফলের পসরা সাজানো হয়েছে স্টলগুলোতে। মেলায় মোট স্টলের সংখ্যা ৭৫টি।

pran

সরকারি স্টলের মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি বিপণন অধিদফতর ও হর্টেক্স ফাউন্ডেশন।

মেলায় স্টল নিয়েছে প্রাণ গ্রুপ। এ স্টলে বিভিন্ন ফলের তৈরি জুসসহ ফ্রুট-এর তৈরি নানা পণ্য প্রদর্শন করা হয়েছে। তবে এ স্টলে কোনো পণ্য বিক্রি হচ্ছে না। এটা শুধু প্রদর্শনী ও প্রচারের জন্য।

স্টলের কর্মচারী মো. হান্নান জাগো নিউজকে বলেন, ক্রেতারা আসছেন কোম্পানির পণ্য দেখতে। কোথায় এসব পণ্য পাওয়া যায় এবং  কোম্পানির পণ্য সম্পর্কে নানা ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছেন ক্রেতারা।

pran

এছাড়া আম উৎপাদক ও বিপণনকারী বেসরকারি সংস্থার ৪৯টি স্টল বসেছে প্রদর্শনীতে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানাসহ রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল ক্রয় করছেন। অনেকে ফল চাষের কৌশলও জেনে নিচ্ছেন।

এফএইচএস/জেএইচ/এএইচ/আরআইপি

আরও পড়ুন