ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সহকর্মীদের সম্মানে ডেপুটি স্পিকারের ইফতার

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ জুন ২০১৭

রাজনৈতিক সহকর্মী, নির্বাচনী এলাকার বিশেষ ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

শনিবার জাতীয় সংসদে তার নিজ বাসভবনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকারের রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহিদুজ্জামান সরকার, শাহাব উদ্দিন, ইকবালুর রহিম, সংসদ সদস্য এ কে এম এ সাইদুর রহমান আউয়াল প্রমুখ।

ইফতার পূর্ব মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি এবং পাহাড়ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার নিজেই।

এইচএস/এমএমএ/এমএস

আরও পড়ুন