এমপি ইউনুস আলীর শয্যাপাশে ডেপুটি স্পিকার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারকে দেখতে শনিবার সকালে হাসপাতালে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।
ইউনুস আলী কার্ডিওলজি বিভাগের সিসিইউ-২-তে চিকিৎসাধীন। তিনি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির অধীনে চিকিৎসাধীন।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও অধ্যাপক ডা. কামরুল হাসান খান সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ-খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।
এমইউ/জেএইচ/এমএস