ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এমপি ইউনুস আলীর শয্যাপাশে ডেপুটি স্পিকার

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ জুন ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারকে দেখতে শনিবার সকালে হাসপাতালে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।

ইউনুস আলী কার্ডিওলজি বিভাগের সিসিইউ-২-তে চিকিৎসাধীন। তিনি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির অধীনে চিকিৎসাধীন।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও অধ্যাপক ডা. কামরুল হাসান খান সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ-খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।

এমইউ/জেএইচ/এমএস