ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষা অর্জনের শক্তিশালী প্রতিষ্ঠান পরিবার

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৬ মে ২০১৫

পরিবারই হলো শিক্ষা অর্জনের সবচেয়ে শক্তিশালী ও সর্বপ্রথম প্রতিষ্ঠান। পারিবারিক শিক্ষা যদি মজবুত হয় তাহলে সামগ্রিক জীবনের শিক্ষা গ্রহণ সহজ হয়ে যায়। আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউনিক), ঢাকা আহ্ছানিয়া মিশন, ধ্রুবতারা ও ডব্লিউডব্লিউএফএলএম যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

পশ্চিমা বিশ্বের পারিবারিক ভাঙ্গনের বিষয়টি উত্থাপন করে বক্তারা বলেন, পশ্চিমা বিশ্বের পরিবার ভাঙনের সংস্কৃতি অনুসরণে দেশে অনেক পরিবার হুমকির মুখে পড়ছে। এটা আমাদের সংস্কৃতি নয়। পরিবার গঠন একটি অধিকার। পশ্চিমা বিশ্বের যা কিছু খারাপ সেগুলোকে বর্জন করতে হবে। আর যা কিছু ভালো সেগুলোকে গ্রহণ করতে হবে।

পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে গড়ে তুলতে এবং পারিবারিক শিক্ষাকে দৃঢ় করতে অভিভাবকসহ সরকারি ও বেসরকারি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাসের, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমূল হুদা এবং জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার এম মনিরুজ্জামান প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ডব্লিউডব্লিউএফএলএম-এর চেয়ারপারসন তাজকিরা খায়ের, একই প্রতিষ্ঠানের উপদেষ্টা নিলুফার বেগম এবং ধ্রুবতারার নির্বাহী পরিচালক আমিয়া প্রাপন চক্রবর্তী।

আরএস/আরআইপি