ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রাণ-আরএফএল গ্রুপের ভূয়সী প্রশংসা জাতীয় সংসদে

প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৪ জুন ২০১৭

দেশীয় শিল্প হিসেবে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রাণ-আরএফল গ্রুপের ভূয়সী প্রশংসা করা হয়েছে জাতীয় সংসদে।

বুধবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ প্রশংসা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশীয় শিল্প রক্ষার জন্য দেশের ৯৪টি কাঁচামাল পণ্যে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ফলে দেশীয় শিল্প এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ ও তাদের ভিশন এবং ওয়ালটন এই ব্র্যান্ডগুলো গত অর্থবছর ১৮ লাখ রেফ্রিজারেটর তৈরি করেছে। দেশের প্রায় ৮০ শতাংশ রেফ্রিজারেটরের বাজার দখল করেছে এসব প্রতিষ্ঠান। প্রায় ৫ হাজার কোটি টাকার শিল্প এখানে তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবান্ধব যে প্রতিশ্রুতি, তার যে নীতিমালা এবং অর্থমন্ত্রীর যুগোপযোগী বাজেট উপস্থাপনার কারণে সারা বিশ্বের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য ছুটে আসছে।

এইচএস/এআরএস/আরআইপি

আরও পড়ুন