ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানবপাচার প্রতিরোধে প্রশাসন সক্রিয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ মে ২০১৫

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবপাচার প্রতিরোধে প্রশাসন সক্রিয় রয়েছে। তবে এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা দরকার। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিংগা ও মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দুটি নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতে সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন সম্পর্কে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। যথাযত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াছ, কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শহীদুল ইসলাম ও ঢাকা রেঞ্জের হাইওয়ে পুলিশের ডিআইজি মলি­ক ফখরুল ইসলাম।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান নতুন ভবন দুইটির উদ্বোধন করেন এবং হাইওয়ে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

১ কোটি ৪০ লাখ টাকা করে ব্যয়ে নবনির্মিত চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধনের পর বিকাল ৫টায় ডুলাহাজার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর