অবস্থার উন্নতি, আইসিইউ থেকে পিসিসিইউয়ে আহমদ শফী
রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।
তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে পোস্ট করোনারি কেয়ার ইউনিটে (পিসিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
তার এখন জ্ঞান রয়েছে এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।
তার চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের বরাত দিয়ে হাসপাতালের কাস্টমার কেয়ার সার্ভিসের কর্মকর্তা সেন্টু মিয়া সোমবার দুপুরে জাগো নিউজকে এসব তথ্য জানান।
আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কারা তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি কথাবার্তা বলতে সক্ষম হলেও চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন।
গত ৬ জুন চট্টগ্রামের এক হাসপাতাল থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় শফিকে। তিনি ওই সময় মূত্রনালির ইনফেকশন, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি তীব্র জ্বরে ভুগছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এমইউ/এনএফ/পিআর