ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় আসছে ভুটানের দুর্নীতি দমন প্রতিনিধিদল

প্রকাশিত: ০৪:১১ এএম, ১২ জুন ২০১৭

সোমবার চারদিনের সফরে বাংলাদেশে আসছে ভুটানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারপারসন কিনলে ইয়াংজুমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

সফরকালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন তারা। এটা হবে বিশ্বের কোনো দেশের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের সঙ্গে দুদকের প্রথম সমঝোতা স্মারক।

রোববার এ সফর উপলক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একটি প্রস্তুতি সভা করেছেন। ভুটানের সঙ্গে এ স্মারক সই দুদকের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে বলে মনে করেন তিনি।

সভায় তিনি বলেন, দুর্নীতি দমনে দক্ষিণ এশিয়ায় ভুটানের ভূমিকা অনুসরণযোগ্য।

তিনি সভায় জানান, দুদক বিশ্বের বিভিন্ন দেশের যেসব প্রতিষ্ঠান দুর্নীতি দমন বা সুশাসন নিশ্চিতে কাজ করছে তাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ভুটান ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর, রাশিয়া, অস্ট্রিয়া, চীন, মঙ্গোলিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে যোগাযোগ করা হচ্ছে।

সভায় দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল ভুটানের দুর্নীতি দমন কমিশন দলের সফরের বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

এসআর/পিআর

আরও পড়ুন