ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার সুযোগ আর কেউ পাবে না: ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৫ মে ২০১৫

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদীর প্রধান কার্যালয়ের প্রবেশমুখের সামনে নব নির্মিত এবং ঈশ্বরদীতে প্রথম স্থাপিত `চিরঞ্জীব বঙ্গবন্ধু` ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের স্কুল মাঠে কৃষি ও পল্লী উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।
 
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মু.খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. শমজিত কুমার পাল, বিজ্ঞানী সমিতির মহাসচিব ও বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিবুর রহমান, বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, আব্দুল মতিন খান, স্বপন কুমার কুণ্ডু, ইঞ্জিনিয়ার আসাদুল হক, মুরাদ মালিথা, মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শরীফ বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি কৃষিবিদদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। অনেক কাজ করেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা জাতিকে মেধা শুণ্য করার জন্য বুদ্ধিজীবিদের পরিকল্পিতভাবে হত্যা করেন। বাঙালি জাতির ইতিহাসকে যারা কলঙ্কিত করেছেন সেইসব ঘৃণিত ব্যক্তিরা আজ তলিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন জনগণের পাঁচটি মৌলিক অধিকার পূরণের মাধ্যমে বর্তমান সরকার সোনার বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু ওই অপশক্তি সেই সুযোগ আর পাবে না।
উল্লেখ্য, এ ম্যুরালের শীর্ষে স্থাপিত ১৬টি সূর্যের আলোকরশ্মি বিজয় দিবসের এবং ম্যুরালের বেদিতে স্থাপিত সাতটি স্তম্ভ বঙ্গবন্ধুর ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণার ইতিহাসের সাক্ষ্য বহন করবে।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস