ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১২ জুন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। ওই দিন মিলবে ২১ জুনের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৯ জুন থেকে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
সূত্রে জানা গেছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার ভারত ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে বগি। যাতে বাড়ছে আসন সংখ্যা।
ঈদ এলেই পেটের দায়ে ঢাকায় থাকা মানুষজনের মন টানে বাড়ি যাওয়ার। আর ঈদ যাত্রায় প্রতিবারই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় টিকিট। নিরাপদ ও আরামদায়ক হওয়ায় বাড়তি চাপ পড়ে ট্রেনের ওপর।
প্রতিবারের মতো এবারো দশ দিন আগে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন পাওয়া যাবে ২২ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে টিকিট মিলবে ২৫ জুন পর্যন্ত। ৩০ রোজা হলে ২৬ জুনের টিকিট বিক্রি হবে ১৭ জুন। ফিরতি টিকিট মিলবে ১৯ জুন থেকে।
প্রতিদিন সকাল আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হবে টিকিট বিক্রি কার্যক্রম।
এমইউএইচ/এআরএস/জেআইএম