ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উপজেলার সংরক্ষিত মহিলা পদে ভোট ১৫ জুন

প্রকাশিত: ১২:০০ পিএম, ১৩ মে ২০১৫

সারাদেশের ৪৭৮টি উপজেলা পরিষদের মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদে আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর আগে গত মঙ্গলবার কমিশন সভায় উপজেলায় সংরক্ষিত মহিলা পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় দেড় হাজার মহিলা সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন এবং উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার অধীনেই অনুষ্ঠিত হয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। কিন্তু ওই কমিশন আইনি বাধ্যবাধকতা থাকার পরও উপজেলায় সংরক্ষিত মহিলা আসন পূরণে কোনো উদ্যোগ নেননি। ফলে উপজেলা পরিষদে মহিলা সদস্য পদে নির্বাচন না হওয়ায় পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা সম্ভব হয়নি।
 
সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনে ২০১৩ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসন পূরণের উদ্যোগ নেয় বর্তমান কমিশন। প্রায় দেড় বছর পরে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করলো ইসি।

ভোটার : উপজেলা পরিষদে নারী সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিয়ন থাকলে পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি এবং ১২টি থাকলে ৪টি।

# শূন্য হওয়া ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ১৪ জুন

এইচএস/আরএস/আরআইপি