ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৪ জুন ২০১৭

২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রস্তাবটি অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকের অলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বহুদিন থেকেই ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনটি।

দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদে অনুমোদন এবং গেজেট আকারে প্রকাশের দাবি জানায় সংগঠনটি।

১৯৯৩ সালের ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন এবং সে সময় থেকেই নিসচা গঠন করা হয়।

এমইউএইচ/এমআরএম/পিআর

আরও পড়ুন