ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ বিশ্বের অন্যতম সুখী অর্থনীতির দেশ

প্রকাশিত: ০৩:০৫ এএম, ০৪ জুন ২০১৭

কোয়ার্টজ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সুখী অর্থনীতির দেশ হলো বাংলাদেশ; যদিও দেশটি বিশ্বের জনবহুল ১০টি দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র।

বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, টানা ছয় বছরে বাংলাদেশের জিডিপি বেড়েছে ৬ শতাংশের বেশি হারে। ২০১৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.১ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করেন, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।

অর্থনীতির এই প্রবৃদ্ধির সুফল পেতে তা দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

১৯৯১ সালের তুলনায় বর্তমান বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠী কমেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এনএফ/জেআইএম

আরও পড়ুন