ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাহাড়ি আদিবাসীদের বাড়িতে আগুন : জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৩ জুন ২০১৭

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকাস্থ পাহাড়ি আদিবাসীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

লংগদু তথা পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের উপর এ ধরনের বর্বরোচিত হামলা এবারই প্রথম নয় উল্লেখ করে বক্তারা বলেন, খাগড়াছড়ি টু দীঘিনালা সড়কের `৪ মাইল নামক` স্থানে লংগদু এলাকার নূরুল ইসলাম নয়ন নামে এক বাঙালির লাশ পাওয়া যায়। খাগড়াছডি হাসপাতালে ঐ দিন ময়নাতদন্ত শেষে লাশ লংগদু নেওয়ার সঙ্গে সঙ্গে বাঙালিদের মাঝে উত্তেজনা বিরাজ করে। ২ জানুয়ারি সকালে বাঙালিরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে নিরীহ পাহাড়িদের গ্রামে গ্রামে হামলা চালায়।

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান বক্তারা।

সুভাস চন্দ্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে ঢাকাস্থ পাহাড়ি আদিবাসী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/এআরএস/জেআইএম