ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১২ মে : একনজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১২ মে ২০১৫

মেঘালয়ে সালাহউদ্দিন গ্রেফতার
‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গতকাল সোমবার সকালে মেঘালয়ের রাজধানী শিলং শহরের রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরার সময় গলফ লিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মেঘালয় ইনিস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সেস (মিমহ্যান্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলং টাইমস্ পত্রিকায় `বি`দেশি ম্যান হেল্ড` শিরোনামে এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। সংবাদে জানানো হয়, দেশটির পুলিশ জানিয়েছে সোমবার সকালে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে সংবাদে আরো জানানো হয়, শিলিংয়ের গলফলিং এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি নাগরিক সালাউদ্দিনকে।

ভারতে মানসিক হাসপাতালে সালাহউদ্দিন
ভারতের মেঘালয় রাজ্যের একটি মানসিক হাসপাতালে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানান সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। গুলশানে নিজ বাসভবনে আনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানায়, সালাহউদ্দিন তাঁদের হাসপাতালে আছেন।

সালাহউদ্দিনের বিষয়ে খোঁজ নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার
বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি হাসপাতালে সন্ধান মেলার বিষয়ে খোঁজ নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়েছিল, আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

পরিষ্কার হলো সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করেনি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহমেদের কথোপকথনের মাধ্যমে পরিষ্কার হলো বিএনপি নেতা সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেনি। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শহীদুল হক বলেন, নিখোঁজ হবার পর থেকেই সালাহউদ্দিনের সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। তিনি কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখা হবে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সালাহউদ্দিনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

সন্ধান মিলেছে সালাহউদ্দিনের!
নিখোঁজ হওয়ার দুই মাস দুইদিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সন্ধান মিলেছে। ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিন কথা বলেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান, সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কাথা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

আমি ভালো আছি : সালাহউদ্দিন
নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। প্রায় দু’মাস আগে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন সালাউদ্দিন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিনের কথা হয় বলে বিবিসির খবরে বলা হয়েছে। বিবিসিকে মিসেস আহমেদ বলেছেন, মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তিনি ফোন করেছেন। শুধু বলেছেন, আমি ভালো আছি। তোমরা আসার ব্যবস্থা করো।

শহীদ মিনারে অনন্তকে ফুলের শ্রদ্ধা
বিজ্ঞান ধর্মী ‘ত্রৈমাসিক যুক্তি’ পত্রিকার সম্পাদক, মুক্তমনা ব্লগের নিয়মিত লেখক অনন্ত বিজয় দাশ’র মরদেহ মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এসময় ফুলে ফুলে ভরে উঠে মরদেহের চারপাশ। তার সহকর্মী ও সহযোদ্ধাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। চোখের জল আর পরম ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় তাকে। শহীদ মিনার এলাকায় অনলাইন অ্যাকটিভিস্ট ও গণজাগণ মঞ্চসহ প্রগতীশীল বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে তাকে শেষ বিদায় জানান।

যেভাবে ভারত গেলেন সালাহউদ্দিন
গত ১০ মার্চ রাতে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তার স্ত্রী হাসিনা আহমেদের দাবি ছিল, ‘সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে।’ এ ঘটনার ৬২ দিন পর অবশেষে নিজের স্বামী সালাউদ্দিন ভারতে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করলেন হাসিনা। তবে কিভাবে তিনি ভারতে গেলেন তা এখনো সবার কাছে অজানা।

তবুও তোমরা ভয় পেয়ো না : জাফর ইকবাল
বরেণ্য শিক্ষাবিদ, লেখক ড. জাফর ইকবাল মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল হাসপাতালে অনন্ত বিজয় দাশ’র লাশ দেখতে গিয়ে তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তবুও তোমর ভয় পেয়ো না’ যে কোনো নৃশংস মৃত্যু আমাদের প্রথমে ভয় ধরিয়ে দেয়। আমাদের ভয় পেলে চলবে না। এই ভয়কে জয় করতে হবে।

জঙ্গি হিট লিস্ট : নিরাপত্তাহীনতায় ব্লগাররা
যারা ব্লগে লিখছেন, ধর্মীয় বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন, মুক্তমনায় ও প্রগতিশীলতায় বিশ্বাসী - এমন লোকদের বিশেষ টার্গেটে নিয়েছেন ধর্মীয় উগ্রবাদীরা। এজন্য আলাদা আলাদা হিটলিস্ট তৈরি করছেন উগ্রবাদীরা। উগ্রপন্থিদের এমন হিটলিস্টে আছেন কমপক্ষে ৮৪ জন। এই ৮৪ জনের মধ্যে শুধু যে ব্লগার রয়েছেন তা নয় রয়েছেন প্রগতিশীল দলের সংগঠক, বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সংগঠক, মুক্তমনা, প্রগতিশীল লেখক ও সাংবাদিক। প্রাথমিক পর্যায়ে জঙ্গিরা হুমকি দিবে তাতে কাজ না হলে চিরতরে সরিয়ে দিবে।

বিদেশি চাপ আমলে নিচ্ছে না সরকার : শাজাহান খান
শাজাহান খান। মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়। আহ্বায়ক, শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা ও পেশাজীবী সমন্বয় পরিষদ। সীমান্ত চুক্তি, সিটি নির্বাচন, বিরোধীজোটের আন্দোলন, কূটনৈতিক চাপসহ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা হয় জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সায়েম সাবু।

কার হাতে যাচ্ছে ঢাবি ছাত্রলীগের নেতৃত্ব
কেন্দ্রীয় কমিটির মতো দুই বছরের জায়গায় চার বছর পূর্ণ করে অবশেষে আগামী ১১ জুন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাউন্সিল। শুক্রবার এমন ঘোষণা আসার পর থেকে শুরু হয়েছে পদ-প্রত্যাশীদের দৌঁড়ঝাপ। ছাত্র রাজনীতির আতুড় ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিনেও তাদের তৎপরতা বেড়ে গেছে। সংগঠনের নীতি নির্ধারকদের কাছে ধন্না দিয়ে নিজের পক্ষে সর্মথন আদায়ে নিরলস কাজ করে যাচ্ছেন পদ-প্রত্যাশী।

সালাহউদ্দিনকে আনতে মেঘালয় যাচ্ছেন হাসিনা
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনতে ভারতের মেঘালয়ে যাচ্ছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার রাতে ছোট বোন জামাই মাহবুবুল কবির মুনমুন ও এক নিকট আত্মীয়কে নিয়ে রওনা হবেন তিনি। সন্ধ্যায় জাগো নিউজকে হাসিনা জানান, ভিসা পেলে রাতেই মেঘালয়ের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। বহিরাগমনের প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন বলেও জানান তিনি। তার বোন জামাই মাহবুবুল কবির মুনমুন জানান, আশা করছি- ভিসা হয়ে গেলে রাতেই রওয়ানা হব। আমার সঙ্গে হাসিনা আপা ও এক আত্মীয় যাবেন।

প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা কেন অবৈধ নয় : হাইকোর্ট
পহেলা বৈশাখে ঢাবির টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশের হামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না-রুলে তাও জানাতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্ষম এনডিএ সরকার : মোদি
ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের সভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এনডিএ সরকার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মত ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান করেছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে সক্ষম।

ইউরোপের বাজারে বাড়ছে আম রফতানির সম্ভাবনা
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভারতের আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় দেশে উৎপাদিত আম ইউরোপের বাজারে রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয় এর অডিটোরিয়ামে ডিসিসিআই এবং ইউএসএআইডি বাংলাদেশ ভ্যালু চেইনন্স (এভিসি) প্রজেক্ট যৌথভাবে আয়োজিত ‘নিরাপদ আম বাজারজাতকরণের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এজলাসে মোবাইল বেজে ওঠায় নারীর কারাদণ্ড
বরিশালে আদালত চলাকালে এজলাসে দাঁড়ানো নারী আসামির মোবাইল ফোন বেজে ওঠায় তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আনোয়ারুল হক এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত নারী হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তরের চর এলাকার খলিল হাওলাদারের স্ত্রী মাহফুজা বেগম (৩০)।

লালমনিরহাটের ৫৯টি ছিটমহলে লোক সংখ্যা গণনা শুরু
বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাট জেলার ৫৯টি ছিটমহলে লোক সংখ্যা গণনা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতের অভ্যন্তরের জেলার সবচেয়ে বড় ১৩৫ এর ১ নং ও ২ নং উত্তর গোতামারী ছিটমহলে লোক সংখ্যা গণনার উদ্বোধন করে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

ছাত্রীকে বকা দেয়ায় প্রধান শিক্ষককে মারপিট
জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে প্রধান শিক্ষক খায়রুল ইসলামকে (৪৫) বেধড়ক মারপিট করেছে এক ছাত্রীর আত্মীয়স্বজন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে গঙ্গাদাসপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মৌসুমি শ্রেণিকক্ষে দুষ্টমি করছিলো। এসময় স্কুলের সহকারী শিক্ষক আলী আহাম্মদ মৌসুমিকে ডেকে বকা দেয়। এরপরও মৌসুমি দুষ্টমি করতে থাকলে ওই শিক্ষক তাকে মারপিট করে।

জন্মগ্রহণ করলেই জাতীয় পরিচয়পত্র
জন্মগ্রহণ করলেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তিনটি ধাপে এ কাজ সম্পন্ন হবে। প্রথম ধাপে ১৫ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইলেকশন কমিশন (ইসি)।

সেন্টমার্টিন থেকে ১১৬ মালয়েশিয়াগামী উদ্ধার
সেন্টমার্টিন’র অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ১১৬ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেল ৫টায় তাদের উদ্ধার করা হয়। গত দুই দিন ধরে থাইল্যান্ডের তৈরি কাঠের বড় ট্রলারে তারা ভাসছিল বলে কোস্টগার্ড জানিয়েছে। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিগসন চৌধুরী জানান, স্থানীয় জেলে ও বিভিন্ন সূত্রে ওই ভাসমান ট্রলারটির খবর পায় তারা। এসব যাত্রীদের উদ্ধারে মঙ্গলবার দুপুরের দিকে রওয়ানা দেয় কোস্টগার্ড’র উদ্ধারকারী দল। বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছে দলটি। ট্রলারটি এখন কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রলারসহ যাত্রীদের সেন্টমার্টিন উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।

ভূমিকম্প আতঙ্কে অনুষ্ঠানস্থল ছাড়লেন অর্থপ্রতিমন্ত্রী
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠান চলাকালে ভূমিকম্প আতঙ্কে দৌঁড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন বাংলাদেশের অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার বেলা ১টা ৯ মিনিট ও ১টা ৪০মিনিটে দুদফা ভূমিকম্প আঘাত হানে নেপাল, ভারত, বাংলাদেশে ও চীনে।  এতে নেপালে কয়েকজনের প্রাণহানিরও খবর পাওয়া গেছে।

জিসিসি মেয়র মান্নানের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
গাড়ি ভাঙচুরের হুকুম দেওয়ার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি গ্রহণ শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খান অভিযোগপত্র গ্রহণ করেন। আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়।

২৪ ঘণ্টায় ৩১ বার কাঁপলো পৃথিবী
গত ২৪ ঘণ্টায় মোট ৩১ বার ভূমিকম্পে কেঁপেছে পৃথিবী। এমনটিই জানিয়েছেন ভূতত্ববিদরা। মঙ্গলবার আবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। একই সঙ্গে প্রবল কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকায়। বাংলাদেশও কেঁপেছে একই সময়ে।

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ওই প্রতারক চক্রের খপ্পরে পড়ে এক যুবক হারিয়েছেন সাড়ে ৮ লাখ টাকা। এর ফলে ওই যুবক এখন নিঃস্ব। এমনকি প্রতারক চক্রের অব্যাহত হুমকির কারণে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। করছেন ফেরারি জীবনযাপন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার সূর্যভাগ গ্রামে। প্রতারণার শিকার হয়েছেন ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে আফজাল।

টিএসসিতে শুক্রবার যৌন নিপীড়নবিরোধী কনসার্ট
গেল পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় তোলপাড় হয়েছে সারাদেশে। কিন্তু এখনও ধরা পড়েনি সেইসব জঘন্য মন মানসিকতার অপরাধীরা। ওই ঘটনার প্রতিবাদে আয়োজন করা হয়েছে ‘যৌন নিপীড়নবিরোধী কনসার্ট’। ‘যৌন নিপীড়ন যেখানেই হোক, সেখানেই রুখে দাঁড়াও, প্রতিবাদী তুমি বিচারের দাবিতে আজই সোচ্চার হও’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত।

সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নার্সদের প্রশিক্ষণ নিতে হবে : কামরুল
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সেবক-সেবিকাদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে নার্সদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। মঙ্গলবার আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার আশান্বিত ইলিয়াস আলীর স্ত্রী
টানা ২ মাস ২ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহদ্দিন আহমেদের সন্ধান মেলাতে নিজের নিখোঁজ স্বামী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকেও ফিরে পেতে আশাবাদী হয়ে উঠেছেন তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা। জাগো নিউজের কাছে নিজের এমন আশাবাদের কথাই জানিয়েছেন তিনি।

বিএ/আরআই