মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান : আটক ১৫
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মিরপুর কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে ১৫ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর সুরজ ও কোম্পানী কমান্ডার অতিরিক্ত এএসপি ইব্রাহিম খলিলের নের্তৃত্বে অভিযান চালিয়ে এই ১৫ দালালকে আটক করা হয়েছে।
র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জাগো নিউজকে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছ থেকে গাড়ীর লাইসেন্স করা, লাইসেন্স নবায়ন ও বিভিন্ন সমস্যা স্বল্প সময়ে সমাধানের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন এক শ্রেনীর দালাল। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ সেখানে অভিযান শুরু করে।
র্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, এখন যাচাই বাচাই চলছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর অনুযায়ী বিআরটিএ মিরপুর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর মিরপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত এএসপি ইব্রাহিম খলিল।
জেইউ/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা