ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফরমালিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: বেনজীর আহমেদ

প্রকাশিত: ০৮:২১ এএম, ০৩ জুলাই ২০১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনার বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ এলাকায় ফরমালিন বিরোধী প্রচারণায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ফরমালিন বিষয়ে আইন অনুমোদিত হয়েছে। আইন পাশ না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনেই অভিযান চলবে।’

ফরমালিনের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত হতে হবে উল্লেখ করে কমিশনার বলেন, ‘শুধু অভিযান পরিচালনা করলেই ফরমালিনের অপব্যবহার রোধ করা যাবে না। জনগণকে সচেতন হতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর কমিশনার গুলশান-২ এলাকায় ফরমালিন বিরোধী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি ফরমালিনের অপকারিতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি স্টিকার ও লিফলেটও বিতরণ করেন।

এ সময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন । প্রচারণায় অংশ নিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘ফরমালিনের বিরুদ্ধে যে অভিযান চলছে আমি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’