ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘মোরা’ পর্যবেক্ষণে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ

প্রকাশিত: ১১:২৫ এএম, ২৯ মে ২০১৭

ঘূর্ণিঝড় ‘মোরা’ পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্ট সব জেলার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) এ কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের উপ-সচিব জিএম আবদুল কাদের।

সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় বিষয়ে এক জরুরি সভা শেষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য জানান।

সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে ঘূর্ণিঝড়ের গতিবিধি বিবেচনা করে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, গবাদি পশুর নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা, প্রয়োজনে জনগণকে স্থানান্তর, বিশুদ্ধ পানি সরবরাহ, মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়।

এছাড়া সিপিপির স্বেচ্ছাসেবক ও বিডিআরএস ইউনিট পর্যায়ের স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এনডিআরসিসির টেলিফোন নম্বর ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ এবং মোবাইল নম্বর ০১৭১৫১৮০১৯২, ০১৯১১৩৮৭৭২৩, ০১৫৫৫৫৫৫১৩০)। ফ্যাক্স নম্বর ৯৫৪৯১৪৮ ও ৯৫৪০৫৬৭।

এমইউ/এসআর/এমএআর/পিআর

আরও পড়ুন