ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সদরঘাটে ফলের আড়তে ভেজালবিরোধী অভিযান

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৮ মে ২০১৭

রাজধানীর সদরঘাটের বাদামতলী এলাকায় ফলের আড়তে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করে।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১০ এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফলমূলে ফরমালিন ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, মূলত আম, খেজুর ও কলায় ফরমালিন রয়েছে কিনা তা টেস্ট করা হচ্ছে। ফলে ফরমালিন ও ভেজাল পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেইউ/এসআর/পিআর

আরও পড়ুন