ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বংশালে হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৮ মে ২০১৭

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে এক হাজার ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ।

শনিবার রাতে বংশালের সৈয়দ নজরুল ইসলাম সরণী থেকে মো. সফিকুল ইসলাম সরদার ওরফে মাসুদ ওরফে দাদা ভাই এবং মো. আসলাম বেপারীকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বংশালে ফেনসিডিলসহ দুই ব্যক্তি গাড়ির অপেক্ষায় আছেন, এমন খবরে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক ও সঙ্গে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খবরের কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীতে ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। এদের মধ্যে সফিকুল ইসলাম যশোর থেকে সহযোগীদের মাধ্যমে ঢাকার বংশাল এলাকায় ফেনসিডিল এনে পরবর্তীতে রাজধানীর খুচরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এআর/এমএমজেড/এসআর/এমএস

আরও পড়ুন