রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন’। পাশাপাশি বাসে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। এছাড়া পচা-বাসীসহ ভেজাল খাদ্যের ব্যাপকতা বেড়ে যাওয়ায় এসব বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপে নেয়া জরুরি বলে জানানো হয়।
বক্তারা আরও বলেন, গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে তিন থেকে পাঁচগুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রতিকার করা সংশ্লিষ্টদের দায়িত্ব। মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী, সদস্য কাজী মাসুদ আহমেদ, হুমায়ুন কবির প্রমুখ।
এএস/বিএ/ওআর/আরআইপি