ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

থাইল্যান্ডে পাচারকৃতদের শিগগিরই ফিরিয়ে আনার উদ্যোগ

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ মে ২০১৫

থাইল্যান্ডে পাচারকৃত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ায় শিগগিরই  তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে যাদের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি শুধু তাদেরকেই উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে আরো কোন বাংলাদেশি আছে কিনা সেটা নিশ্চিত করতেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এখন পর্যন্ত যাদের নামের তালিকা  পাওয়া গেছে সে তালিকা দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করছি দু`একদিনের মধ্যে রাষ্ট্রদূতের নিকট হতেও একটি সুপারিশমালা পাওয়া যাবে।  তারপর করণীয় ঠিক করতে ও মানবপাচার প্রতিরোধের উপায় খুঁজতে চলতি সপ্তাহে আন্তঃমন্ত্রনালয় একটি বৈঠকে বসবে।

জেআর/আরআই