ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ মে ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের গেন্ডা এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু হয়েছে। ভেতরে কতজন ‘জঙ্গি’ আছে তা জানা যায়নি।

সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘সন্দেহভাজন একটি বাড়িতে সিটিটিসি অভিযান চালাচ্ছে। আপাতত এর চেয়ে বেশি তথ্য নেই।’

সাভার সদর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ‘ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।’

ঢাকা জেলার (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমরা সিটিটিসির অভিযানে সহযোগিতা করছি। তাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।’ সিটিটিসির তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে।

এমআরএম/পিআর

আরও পড়ুন