বাজেটে বেকার ভাতা দাবি
আসন্ন অর্থবছরের বাজেটে বেকারদের জন্য ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও) নামক একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মাববন্ধনে বক্তারা বলেন, আশংকাজনকভাবে দেশে বেকার বাড়ছে। সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। প্রকৃত বেকাররের সংখ্যা আরো বেশি। অাইএলও`র তথ্যমতে দেশে বেকারের সংখ্যা তিন কোটি। বেকারের মধ্য শিক্ষিতদের সংখ্যাই বেশি।
বক্তারা আরো বলেন, বেকারত্বের অভিশাপ যে কতো কষ্টের তা মেসে বসবাসকারী উচ্চ শিক্ষিত যুবকরা হারে হারে টের পাচ্ছে। কোটা পদ্ধতির কারণে যোগ্যতা ও মেধা থাকা স্বত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। অনার্স-মাস্টার্স শেষ করেও চাকরি না পাওয়ায় অনেকেই মানসিক অবসাদে ভুগছেন।
তাই আসন্ন ২০১৭-১৮ সালের বাজেটে বেকার ভাতা অন্তর্ভুক্ত করে মেস মেম্বারদের মধ্যে চালুর দাবি জানাচ্ছি।
বিএমও`র ঢাকা মহানগরের সভাপতি আখতার সিরাজীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, সদস্য আল-আমিন রেজভী, দীলিপ বিশ্বাস, রফিকুল ইসলাম প্রমুখ।
এএস/এআরএস/এমএস