ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বতন্ত্র তিন নারী সাংসদের আ.লীগে যোগদান

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী সাংসদ কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর আগে সংসদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে তারা স্বতন্ত্র ছিলেন। তৃতীয় অধিবেশনে এসে তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগদান করেন।

সোমবার চলতি সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগের দিন সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আকবর এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবকে বিষয়টি জানান।

সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার আনুপাতিক হারে আওয়ামী লীগ ৩৯টি এবং তাদের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পায়। বিরোধী দল জাতীয় পার্টি পায় ছয়টি আসন।

আর ১৬ জন স্বতন্ত্র সাংসদের জোট থেকে মনোনীত কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল সংসদে আসেন। কিন্তু সরাসরি নির্বাচিত স্বতন্ত্র সাংসদদের ছেড়ে তারা এখন ক্ষমতাসীন দলে যোগ দিলেন।