শিক্ষকের ওপর হামলাকারী পুলিশের অপসারণ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমদের উপর হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণের দাবি জানিয়েছে ডুজা নেতৃবৃন্দ।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি সাংবাদিক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান। এসময় সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিলাহ দোষী পুলিশকে অপসারণে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিলাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল হক সানির সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকতার সুলতানা, দৈনিক আমাদের সময়ের স্টাফ রির্পোটার আলী আহসান শাওন, ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমূখ।
অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ দোষী পুলিশদের বিচার দাবি করে বলেন, পুলিশের কলিজা অনেক বড় হয়ে গেছে। এদের লাগাম টেনে ধরার সময় হয়েছে। যাকে-তাকে ধরে মারধর করছে। সাংবাদিক, শিক্ষক এমনকি সাধারণ মানুষও তাদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাদের এরূপ আচরণ সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে। এ ধরনের অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদের চাকরিচ্যুত করতে হবে। আর যদি তাকে আইনের আওতায় না আনা হয় তাহলে ঢাবি শিক্ষক সমিতি এবং সাংবাদিক সমিতি ভালো করেই জানে তাকে কীভাবে শায়েস্তা করতে হবে।
উলেখ্য, শনিবার রাত ১০টার দিকে সিলেট যাওয়ার জন্য রাকিব আহমেদ তার মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে বিমানবন্দর রেলস্টেশনে যাওয়াকালে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ইমরান নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গাড়ি থামিয়ে কাগজপত্র দেখেন। কাগজপত্র হাতে নেওয়ার পর সার্জেন্ট ইমরান গাড়ি জব্দ করা হবে বলে জানান।
এমন পরিস্থিতিতে রাকিব তাকে অনুরোধ করেন, তিনি মা-বাবাসহ সিলেট যাচ্ছেন। ট্রেন ১০টা ২০ মিনিটে। তিনি ওই কর্মকর্তাকে গাড়ির কাগজপত্র রেখে দিয়ে তাদের রেলস্টেশন পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন। এরপরও ওই কর্মকর্তা রাজি হচ্ছিলেন না। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে পরিচয় দিলে ওই পুলিশ সার্জেন্ট ক্ষিপ্ত হয়ে রাকিব আহমেদের গলা চেপে ধরেন।
রাকিব আহমেদ ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং পরবর্তীতে নিজস্ব প্রতিবেদ হিসেবে কাজ করেন।
এমএইচ/বিএ/আরআই