ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজনীতি যার যার মেয়র সবার : সাঈদ খোকন

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ মে ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেছেন, সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি দলীয় মনোভাবের বাইরে থেকে উন্নয়নের জন্য কাজ করতে চাই। রাজনীতি যার যার মেয়র হবেন সবার।

রোববার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, আমি খুবই চিন্তিত, টাকা নেই। দক্ষিণের কাছে পাওনাদাররা পাবেন শত কোটি টাকা। এরপরেও আশার কথা হলো ব্যবসায়ি পরিবার আমার সঙ্গে থাকার কথা জানিয়েছেন। তারা আমাকে ফুটওভার ব্রিজ করে দিতে চেয়ে খানিক হলেও স্বস্তির আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমরা চাই ঢাকাকে বাসযোগ্য রাজধানী হিসেবে গড়ে তুলতে। আপনারা ঢাকাবাসী আমার সঙ্গে থাকবেন, সহযোগীতা করবেন, তাহলে ঢাকাকে সুন্দর ও নিরাপদ রাজধানীতে পরিণত করা সম্ভব।

ব্যবসায়ি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দক্ষিণে বিনিয়োগ বাড়ান, আপনাদের জন্য দক্ষিণে বিনিয়োগের দ্বার সব সময়ের জন্য উন্মুক্ত।

তিনি বলেন, দক্ষিণ সিটির সেবার মান নিশ্চিত করতে আমরা এক সঙ্গে কাজ করতে চাই। যে কোনো নগরবাসী চাইলেই সিটি কর্পোরেশন কার্যালয়ে আসতে পারবেন।

দক্ষিণ সিটির নবনির্বাচিত এ মেয়র আরো বলেন, ঢাকার উন্নয়নে সবার ছোট ছোট সহযোগীতা প্রয়োজন। ছোট ছোট উদ্যোগ এক সময় বড় আকার ধারণ করবে। এই কাজে যদি ব্যবসায়ি সংগঠনগুলো আন্তরিক সহযোগীতা করেন তবে রাজধানীর পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা সম্ভব।

দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে নিজের দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, একা মেয়র কিছুই করতে পারবে না। রাজধানীবাসী যে সম্মান ও সমর্থ্ন দিয়ে মেয়র নির্বাচিত করেছেন তা যেন সততার সাথে পালন করতে পারি সে বিষয়ে দোআ কামনা করেন তিনি।

বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির নব নির্বাচিত মেয়র আনিসুল হক, বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সেলিম ওসমান ও বিটিএমইএ এর সভাপতি তপন চৌধুরি, এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, চেম্বার অব ইন্ড্রাস্ট্রির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

জেইউ/আরএস/আরআই