শিক্ষক পেটানোর ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষককে পেটানোর অভিযোগে অভিযক্ত ট্রাফিক সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) এসএম জাহাঙ্গীর আলম সরকার।
তিনি বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, শনিবার রাত ১০টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ওই পুলিশ সার্জেন্টের হামলার শিকার হন জাবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ।
অধ্যাপক রাকিব আহমেদ বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে করে বাবা-মাসহ আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম। সেখানে রাত সোয়া ১০টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। হাউজ বিল্ডিং এলাকায় ইমরান নামে এক ট্রাফিক সার্জেন্ট গাড়ি থামাতে সিগন্যাল দেন। আমি খেয়াল না করায় ইমরান আমার গাড়ি আটকায় এবং কাগজপত্র নিয়ে গাড়ি নিয়ে যেতে চান। তাকে আমি বিশেষভাবে অনুরোধ করি, ভুল হয়েছে- মামলা দিন, আমরা সিলেটে যাব, দয়া করে যেতে দিন’।
এই সময় ওই পুলিশ সার্জেন্ট তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন রাকিব। নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেওয়ার পরও ওই পুলিশের সার্জেন্ট বাবা-মায়ের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে রাকিব জানান। পরে আরও দুই পুলিশ সদস্য আসেন এবং রাকিবকে পুলিশ বক্সে নিয়ে আটকে রাখেন।
এআর/বিএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ