এরশাদের ছোট ভাই ও প্রাক্তন সাংসদ লালুর মৃত্যু
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ভাই ও প্রাক্তন সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।
স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।
মোজাম্মেল হোসেন লালু কুড়িগ্রাম-৩ আসন উলিপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যাংকার ছিলেন। জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি করে অবসরে যান তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত ‘অসাধু চক্রের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- ২ মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার
- ৩ প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান
- ৪ শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ ঘোষণা, ‘সতর্ক’ থেকেই দায় সারলো পুলিশ
- ৫ গ্রেফতার এড়াতে ২২ বছর আত্মগোপনে ছিলেন তিনি