চিরকুমার থাকছেন না রেলমন্ত্রী
৬৮ বছর বয়সে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক। পাত্রী মাস্টার ডিগ্রি পাস। আইন বিষয়েও ডিগ্রি নিয়েছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নিজে।
রেল ভবনে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ‘কুমিল্লার সহজ-সরল ও সাধারণ পরিবারের একটি মেয়ের সঙ্গে আমার গত তিন বছরের বেশি সময়ের পরিচয়। পরিচয় থেকেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে, তিন বছরের এ সম্পর্ক প্রেম কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটাকে প্রেম বলব না। তার (পাত্রী) সঙ্গে আমার পরিচয় ছিল। এর বেশি কিছু নয়।’ বিয়ের সুনির্দিষ্ট তারিখ হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে বিয়ের তারিখ নির্দিষ্ট হবে বলে আশা করি।’
কিন্তু পাত্রীর বয়স ও পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সব কিছু ঠিক-ঠাক আছে। তারপরও শুভ কাজে ধীরে ধীরে আগানো ভালো।’
পাত্রীর বিষয়ে বেশি কিছু না বললেও রেলমন্ত্রী তার হবু বউয়ের প্রসংশা করে বলেন, ‘সে খুব পর্দানশীল, বোরকা ছাড়া চলাফেরা করে না। আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। ওকালতি করতে পারেন। তবে, বিয়ের পর তার এ সিদ্ধান্ত পরিবর্তন হয় কি না-এখনি বলতে পারছি না।’
কুমিল্লা-১১ আসনের এ সংসদ সদস্যের কাছে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দেখলাম মানুষের জীবনের শেষ বয়সে একজন সঙ্গিনী দরকার। যাতে শেষ বয়সে নিঃসঙ্গ থাকতে না হয়।’
বিয়ের অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে চিরকুমার এ মন্ত্রী জানান, ‘ঢাকায় একটি অনুষ্ঠান হবে সিদ্ধান্ত নিয়েছি। কুমিল্লাতেও অনুষ্ঠান হতে পারে।’