ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় চন্দ্রিকা কুমারাতুঙ্গা

প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২১ মে ২০১৭

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) আয়োজিত এক সেমিনারে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

রোববার তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ সময় তাকে স্বাগত জানান বিজের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান এবং ঢাকায় নিযুক্ত লংকান হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী মঙ্গলবার তিনি বিজের সেমিনারে গণতন্ত্র এবং সুশাসন বিষয়ে বক্তব্য দেবেন। বক্তব্যে তিনি শ্রীলঙ্কার গণতন্ত্রের অভিজ্ঞতা বর্ণনা করবেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে রয়েছেন। মঙ্গলবার দেশে ফিরবেন তিনি। ফলে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ওইদিনই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিক চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশটির পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন। ১৯৯৪ সালের ১২ নভেম্বর থেকে ২০০৫ সাল পর্যটন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনিই দেশটির একমাত্র নারী প্রেসিডেন্ট।

বর্তমানে বহুজাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড লিডারশিপ ফাউন্ডেশন’র গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি।

জেপি/এসআর