ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনানী থানার গাফিলতি : আরও সময় নিল তদন্ত কমিটি

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২১ মে ২০১৭

রাজধানীর বনানীতে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়ার ক্ষেত্রে বিলম্ব ও দায়িত্বে গাফিলতির বিষয়টি তদন্তে গঠিত কমিটি আরও তিনদিন সময় নিয়েছে।

রোববার কমিটির তদন্ত প্রতিবেদক দাখিল করার কথা থাকলেও তারা তিনদিনের সময় চেয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বৃহস্পতিবারের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

জানা গেছে, এ পর্যন্ত তদন্তে মামলা দায়েরের ক্ষেত্রে কিছু অনিয়ম ও অসংগতি পেয়েছে কমিটি।

তদন্ত কমিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসংগতি নজরে এসেছে। এসব অনিয়ম ও অসংগতি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতির প্রমাণ তদন্তে মিললে অবশ্যই শাস্তির সুপারিশ করা হবে।

গত ১২ মে এডিশনাল কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন ও যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।

জেইউ/জেডএ/এএইচ/আরআইপি

আরও পড়ুন