ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিষমুক্ত মৌসুমী ফলের নিশ্চয়তা দাবি

প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৯ মে ২০১৭

সুস্থ জাতি গঠনে বিষমুক্ত মৌসুমী ফলের নিশ্চয়তার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মৌসুমী ফলের উৎপাদনে ব্যাপকভাবে বিষের ব্যবহার পরিলক্ষিত হয়েছে।এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। রাসায়নিক বিষ মেশানো ফল খেয়ে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশু এবং বৃদ্ধরা।

তারা বলেন, রোগ এবং অকাল মৃত্যু থেকে জাতিকে রক্ষা করতে নিরাপদ খাদ্য নিশ্চিতে এখন থেকেই কঠোর আইন প্রনয়ণ ও সামাজিক আন্দোলন দরকার।তাই আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে যত দ্রুত সম্ভব খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে।

সুস্থ জাতি গঠনে বিষমুক্ত মৌসুমী ফলের নিশ্চয়তার দাবিতে আয়োজিত মানববন্ধনের আয়োজন করে পরিবেশ আন্দোলন মঞ্চ, সচেতন নগরবাসী, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা, জনস্বার্থ ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, অরুণোদয়ের তরুণ দল।

এএস/এএইচ/পিআর