ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঝুঁকিপূর্ণ ভবনে ব্র্যাক ও আল-আরাফাহর ব্যাংক শাখা

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৬ মে ২০১৫

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন শাখা পরিচালনা করছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড। রাজধানীর মুগদা থানার মান্ডা, ছাতা মসজিদ এলাকায় সাততলা ভিত্তিপ্রস্থরহীন অবৈধ ভবনে ব্যাংক দুটি পরিচালিত হচ্ছে। অথচ বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশ রয়েছে, ঝুঁকিপূর্ণ ও অনুমোদন নেই এমন ভবনে শাখা পরিচালনা করা যাবে না।

সবশেষ জোরালো ভূমিকম্পে ভবনটিতে ফাটল ধরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, আতঙ্কে বন্ধ রয়েছে ব্যাংকের কার্যক্রম। এর ফলে ব্যাংক দুটির শাখাও বন্ধ রাখা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি ব্র্যাক ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক রয়েছে। তৃতীয় তলায় রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। নিচ তলায় কাঁচাবাজার ও খাবার হোটেলসহ ২০টির মতো বিভিন্ন দোকান। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় রয়েছে গার্মেন্ট। ভবনটির নিচতলায় ব্র্যাক ব্যাংকের একটি বুথও রয়েছে।

এলাকাবাসীরা জানান, ভবনটির নিচে যে ভিত্তিপ্রস্তর দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ তিনতলা করা যাবে। কিন্তু আস্তে আস্তে ভবনটি সাততলা করা হয়েছে। বিভিন্ন এলাকার ভবন ধসের খবর শুনে এ ভবনটি নিয়ে আমরা আতঙ্কে আছি। কখন ভেঙ্গে যায়।

ভবনের নিচতলার এক দোকান ব্যবসায়ী জানান, আমরা যখন ভাড়া নিয়েছি তখন ভবনটি দোতলা ছিল। পরে কয়েক বছরে একের পর এক ছাদ বাড়িয়ে এখন সাততলা হয়ে গেছে। ভবনটির নিচে কোনো পাইলিং করা হয় নাই। যে ভিত্তিতে বিল্ডিংটি করা হয়েছে তা তিন থেকে চারতলার বেশি করা সম্ভব নয়।

এদিকে গত তিনদিন যাবৎ ভবনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, ভবনের বিভিন্ন জায়গায় ফাঁটল ধরায় মালিক কয়েকদিন দোকান বন্ধ রাখতে বলেছেন। বুয়েট থেকে বিশেষজ্ঞ এসে পরীক্ষা করবেন বলে বন্ধ রাথা হয়েছে।

এসআই/বিএ/আরআই