চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট
আসছে বছরের শুরুতে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এতথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিসস্ট্রেশন’ (এফ.এ.এ.’র)-এর অধীনে ক্যাটাগরি ওয়ানে উন্নিত হবে। ক্যাটাগরি ওয়ান অর্জনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঢাকা নিউইয়র্ক ফ্লাইট আগামী বছরের শুরুর দিকে চালু করা সম্ভব হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মে: ডেভিড মিল এবং বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বক্তৃতা করেন।
এএ