ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাফাতের বাবার অ্যাকাউন্টের খোঁজ নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১১ মে ২০১৭

সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশি-বিদেশি অ্যাকাউন্ট, কোথায় কিভাবে লেনদেন হচ্ছে তা জানতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংককে শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান।

অনেক সাধারণ মানুষ শুল্ক গোয়েন্দা অফিস ফোন করে ও ফেসবুক পেইজে দিলদার আহমেদের অবৈধ স্বর্ণ ও ডাইমন্ডের ব্যবসা সম্পর্কে তথ্য দিচ্ছেন। তাছাড়া পত্র-পত্রিকায় আসা খবরও আমলে নেয়া হচ্ছে। তার স্বর্ণ ও ডাইমন্ড ব্যবসায় নজরদারি ও তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগের সত্যতা মিললে দিলদার আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান।

জেইউ/বিএ

আরও পড়ুন