ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নকশাবহির্ভূত ও ক্রটিপূর্ণ ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ মে ২০১৫

ঢাকা মহানগরে নকশা বহির্ভূত ও ক্রটিপূর্ণ ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা সমূহের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নূরজাহান বেগম অংশ নেন।

বৈঠকে রাজধানীর উত্তরা ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে রাজউক ও গণপূর্ত বিভাগের কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং ফ্ল্যাট নির্মাণ বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া হাতির ঝিল প্রকল্প, ফ্লাইওভার নির্মাণসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের দৃশ্যমান প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়।
 
বৈঠকে জানানো হয়, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘বি’ ও ‘সি’ ব্লকে প্রায় ১০০টি ১৬তলা এপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি একটির খসড়া চুক্তি মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সম্মতি পেলে এগ্রিমেন্টটি পুনরায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে।
 
বৈঠকে আরও জানানো হয়, উত্তরার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে ‘এ’ টাইপের ৭৯টি ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রাজউকের তত্ত্বাবধানে ৪০টি ও গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে ৩৯টি ভবন নির্মাণ করা হবে। কমিটি সকল ধরনের দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণ ও ভূমিকম্প সহনীয় করে নির্মাণের সুপারিশ করেন।
 
এইচএস/বিএ/আরআইপি