ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে অংশ নেয় ১০ জন

প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ মে ২০১৫

আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ডাকাতির ঘটনায় অংশ নেন ১০ জন দুর্বিত্ত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

এর আগে ২১ এপ্রিল মঙ্গলবার আশুলিয়ায় ওই ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বিত্তদের গুলিতে নিহত হয় ৯ জন।

গোলাম ফারুক বলেন বলেন, ব্যাংক ডাকাতির অপারেশনে মোট ১০ জন অংশ নেয়। এদের মধ্যে নেতৃত্ব দেন আল-আমিন এবং আব্দুল্লাহ আল বাকী (মাহফুজ)। এদের দু`জনকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরো জানান, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত মো. জসীম উদ্দীন নামে আরেক ডাকাতকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জসীমের ছুরিকাঘাতে নিহত হন ব্যাংকের ম্যানেজার। ঘটনার দিন পালানোর সময় অপর এক ডাকাতের গুলিতে আহত হয় জসীম। আহত অবস্থায় প্রথমে আশুলিয়ায় নিজের শ্বশুরবাড়িতে আশ্রয় নেয় সে। পরবর্তীতে ২ দিন পর মানিকগঞ্জে ফুফু শাশুড়ির বাড়িতে অবস্থান করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি বলেন, আপাতত কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন আচরণের জন্য সোহেল রানা নামের এক দারোয়ানকে আটক করা হয়েছে।

এআর/আরএস/আরআই