সাফাত নাঈমদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

রাজধানীর বনানীর ‘দ্য রেইট ট্রি’ হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার প্রধান তিন আসামি সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফের গ্রেফতারের দাবিতে শাহবাগে সমাবেশ চলছে।
বুধবার বিকেল ৫টায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ’ ব্যানারে এই সমাবেশ শুরু হয়েছে। এতে প্রায় দুই শতাধিক লোক অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সমাবেশে দুই তরুণীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হওয়া মেয়েদের ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে এই সমাবেশের ডাক দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
উলেখ্য, রাজধানীর বনানীতে গত ২৮ মার্চ দুই তরুণী ধর্ষিত হন। অপরাধীরা ধর্ষণের চিত্র ভিডিও করে। তবে প্রাণের ভয়ে তারা এতদিন চুপ থাকলেও অবশেষে গত ৬ মে থানায় অভিযোগ করেন।
বিজ্ঞাপন
এআর/জেডএ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন