ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৯ মে ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। দেশে জঙ্গি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ঠাঁই হবে না।

মঙ্গলবার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এতে বৌদ্ধ ধর্মের গুরুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরই দেশ, আপনাদেরই মাটি। আপনারা নিজের মতো ধর্ম পালন করবেন, মর্যাদা নিয়ে চলবেন। কোনো ধর্মের মানুষকে বাদ দিয়ে নয়। সব ধর্মের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, গণভবনের মাটি আজ ধন্য। আপনারা পার্বত্য চট্টগ্রামসহ দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। দেশ এগিয়ে যাওয়ার জন্য আপনাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যতটুকু পাচ্ছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই পাচ্ছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষ কিছু পায়। আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। আমরা আত্মসম্মান বোধ বজায় রেখে মাথা উচুঁ করে চলতে চাই।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে সবাই মিলে উৎসবের অয়োজন করি। সবার মধ্যে ভ্রাতৃত্ব থাকতে হবে। এদেশকে আমাদের মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। সব ধর্মের মূল মন্ত্র একই। সংঘাত, হিংসা, বিদ্বেষ পরিহার করতে বলে গেছেন বুদ্ধ।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এফএইচএস/জেডএ/ওআর/আরআইপি

আরও পড়ুন