ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২০ বছরে ৩ কোটি মানুষকে বয়স্ক ভাতা

প্রকাশিত: ০২:০০ পিএম, ০৮ মে ২০১৭

১৯৯৭-৯৮ অর্থবছর থেকে চলতি (২০১৬-১৭) অর্থবছর পর্যন্ত বিগত ২০ বছরে প্রায় ২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ১৪০ জন বয়স্ক ভাতার সুবিধা ভোগ করেছেন। এবং এ খাতে ব্যয় হয়েছে ১১ হাজার ৩৬ কোটি ৮৯ লাখ টাকা। চলতি অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৩১ লাখ ৫০ হাজার।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর (শাওন) প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়।

প্রতিমন্ত্রী জানান, চলতি (২০১৬-১৭) অর্থবছর বয়স্ক ভাতাভোগী ৩১ লাখ ৫০ হাজার জনের মধ্যে ১৬ লাখ ৬ হাজার ৫শ’ জন পুরুষ এবং ১৫ লাখ ৪৩ হাজার ৫শ’ জন নারী। প্রতিজন ৫শ’ টাকা হারে এ বছর এক হাজার ৮৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বিগত ২০ বছরের বয়স্ক ভাতা প্রদানের চিত্র তুলে ধরে তিনি জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম বয়স্ক ভাতা দেয়া শুরু হয়।

ওই বছর ৪ লাখ ৩ হাজার ১১০ জনকে একশ’ টাকা হারে মোট ১২ কোটি ৫০ লাখ টাকা দেয়া হয়। এরপর বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি জনপ্রতি মাসিক বরাদ্দ একশ’ টাকা থেকে বাড়িয়ে বর্তমানে ৫শ’ টাকা করা হয়েছে।

এইচএস/এমআরএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন