ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডা লিংক রোডে পুলিশ বক্স উদ্বোধন

প্রকাশিত: ০৮:০১ এএম, ০৮ মে ২০১৭

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সহায়তায় রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে পুলিশ বক্সটির উদ্বোধন করেন ট্রাফিক ডিভিশন (উত্তর) বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার ফেরদৌসী রহমান।

এ সময় তিনি বলেন, পুলিশ সব সময় জনগণের বন্ধু। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি। জনগণ একটু সচেতন হলে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

পুলিশ বক্সটি বাড্ডা এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ রকম একটি সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেয়ায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান পুলিশের এ সিনিয়র সহকারী কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা উপস্থিত ছিলেন।

police

তিনি বলেন, সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাজে আমরা সবসময় পুলিশকে পাশে পেয়েছি। এ কাজেও পাশে থাকার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করব ভবিষ্যতেও পুলিশকে আমরা বিভিন্ন কাজে পাশে পাব।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা করার প্রস্তাব দেন ফেরদৌসী রহমান। ইলিয়াস মৃধা প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন।

শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানান ইলিয়াস মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের পরিদর্শক সাজ্জাদ হোসেন, বাড্ডা ট্রাফিক জোনের পরিদর্শক (অ্যাডমিন) জাকির হোসেন, সার্জেন্ট নোমান ও প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন) মোমিন হোসেন খান। 

এআরএস/এনএফ/পিআর

আরও পড়ুন