ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রামপুরা ট্রাজেডি : বাড়ির মালিক মনির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৪ মে ২০১৫

রাজধানী রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় দো’তলা টিনসেড বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার ভোরে কুমিল্লার নিশ্চিন্তপুর টিপরা বাজার থেকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর পরিচালক (সিও) লে: কর্ণেল সারওয়ার। তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রামপুরার হাজীপাড়ায় ঝিলপাড়ে দো’তলা টিনশেড দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রয়েছে। মামলার পর থেকে মনিরুজ্জামান পলাতক ছিলেন।

এর আগে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ ঘটনায় বাসাটির মালিক ও স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে রামপুরা থানা পুলিশ মামলা (মামলা নং-১৯) দায়ের করে বলে জানান রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া।

এছাড়া ১২ জনের মৃত্যুর ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

অপর কমিটিতে প্রধান করা হয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এ বি এম নুরুল হককে। কমিটিকে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

ওই ঘটনায় নিহতরা হলেন, বরগুনার নিজাম খাঁ (৪৫), তার স্ত্রী কল্পনা বেগম (৩৫) ও তার ছেলে সবুজের বউ ছয় মাসের অন্ত:সত্বা রোকসানা (২০)।

আর অন্যরা হচ্ছেন স্থানীয় মুদি দোকানদার বরিশালের হারুন অর রশিদ (৫৬), খলিলুর রহমানের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী সাজিদা (১৯), ফারজানা (৯), মোঃ জাকির হোসেন (৪০), জোৎন্সা বেগম (৪০) রুনা (১৪) ও মিজানুর রহমান (৩০)।

# যেভাবে উত্থান রামপুরা ট্রাজেডির হোতা মনিরের 
# রামপুরা ট্রাজেডি : বাড়ির মালিক মনির গ্রেফতার
# রামপুরা ট্রাজেডি : বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা
# রামপুরা ট্রাজেডি : উদ্ধার অভিযান চলবে, তবে সীমিত

জেইউ/এআরএস/আরআই