ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাবেক এমপি আবদুল মতিনের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৬ মে ২০১৭

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়ার জানাজা শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভোরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। চতুর্থ জাতীয় সংসদে টাঙ্গাইল-২ আসন থেকে নির্বাচিত হন তিনি।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির নেতৃত্বে হুইপবৃন্দ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর পক্ষে আ স ম আবদুর রবসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের জানাজায় মো. রেজাউল করিম হীরা এমপি, মো. আব্দুর রাজ্জাক এমপি, শামসুল হক টুকু এমপিসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন।

এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে জেএসডি-এর সভাপতি আবদুর রব আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এইচএস/জেএইচ/জেআইএম