৭০ হাজার রিয়ালসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ হাজার সৌদি রিয়ালসহ রিপন সর্দার (৪২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। রোববার রাত সাড়ে ৯ টায় তাকে আটক করা হয়। আটককৃত রিপনের বাড়ি শরীয়তপুর জেলায়।
জব্দকৃত রিয়াল বাংলাদেশি প্রায় ১৪ লাখ টাকার সমান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে জানান, রিপন মালয়শিয়ার কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে (এমআই ১১৩) ঢাকা আসেন। ১৬ নং বোর্ডিং গেট থেকে বের হওয়ার সময় তাকে সন্দেহ করে শুল্ক গোয়েন্দারা। পরবর্তীতে তার জুতার ভেতর এবং হাতের ব্যাগ থেকে এসব রিয়াল উদ্ধার করা হয়।
রিপন এবছর বেশ কয়েকবার মালয়েশিয়ায় গিয়েছেন। স্বর্ণ চোরালানান ও অন্যান্য অপরাধের সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দারা।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানান উম্মে নাহিদা।
এআর/এসআরজে
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
- ২ ফ্যাক্টরির পাশে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার
- ৩ রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ
- ৪ অর্থনৈতিক দেশ হিসেবে রূপান্তরে ১১ পদক্ষেপ গ্রহণের তাগিদ
- ৫ ফিটনেসবিহীন বাসের কারণে দুর্ঘটনা হলে দায় বিআরটিএ’র: উপদেষ্টা