ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৩:০০ এএম, ০৪ মে ২০১৭

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২৯ মিনিটে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : আবহাওয়া অধিদফতর

এনএফ/পিআর

আরও পড়ুন