সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪৪ হাজার ৮০১ কোটি টাকা
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি ৯৯ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ রক্ষিত ফেব্রুয়ারি ২০১৭ ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।বুধবার জাতীয় সংসদে এম এ আউয়ালের (লক্ষ্মীপুর-১) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
অর্থমন্ত্রী জানান, চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রথম ছয় মাসে সব সরকারি ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ ১ হাজার ৭৬৫ কোটি টাকা।
এম এ আউয়ালের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সাময়িক রাজস্ব আহরণের পরিমাণ ছিল ১ লাখ ২৬ হাজার ৩৫৬ কোটি ৭৩ লাখ টাকা। বিগত ২০১৫-২০১৬ অর্থবছরে একই সময়ে রাজস্ব আহরিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকা।
বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ হাজার ৯৮১ কোটি ২৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান এ মন্ত্রী।
এইচএস/জেএইচ/এএইচ/জেআইএম