ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি

প্রকাশিত: ০২:৩৬ এএম, ৩০ এপ্রিল ২০১৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে চলতি সপ্তাহেই নির্বাচন কমিশনাররা এটি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

রোপম্যাপ অনুযায়ী আগামী জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তুতি নিচ্ছে ইসি।

এছাড়া ওই রোডম্যাপ অনুযায়ী আসন্ন একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালের ডিসেম্বর বা ২০১৯ সালের সালের জানুয়ারিতে। এজন্য ২০১৮ সালের অক্টোবর কিংবা তার পরে তফসিল ঘোষণা করা হবে।

জানা গেছে, সুশৃঙ্খলভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তৈরিকৃত ওই রোডম্যাপে সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আইন সংশোধন, দল নিবন্ধনসহ প্রয়োজনীয় কাজের একটি সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ছাড়াও সংশ্লিষ্ট ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গেও বৈঠক করবে ইসি।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও পরিকল্পিতভাবে সম্পন্ন করার জন্য এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। খসড়া রোডম্যাপটি এখনও অনুমোদন দেয়নি ইসি। তবে তা শিগগির অনুমোদন দেয়া হবে।

রোডম্যাপ অনুযায়ী জুলাইয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ইসি বলেও নিশ্চিত করেন তিনি।

এইচএস/এসআর/এমএস

আরও পড়ুন