বিশ্ব ভেটেরিনারি দিবস কাল
বিশ্ব ভেটেরিনারি দিবস আগামীকাল শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বসহকারে দিবসটি পালিত হবে। প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার এই দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর, বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর শনিবার সকাল ১১টায় রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক সোমনারের আয়োজন করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ফার্মগেটস্থ প্রাণিসম্পদ অধিদফতরের সামনে থেকে একটি র্যা লি বের করা হবে।
এফএইচএস/বিএ/পিআর