ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শনিবার সন্ধ্যায় আবৃত্তি অনুষ্ঠান ‘স্বগত সংলাপ’

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের আয়োজনে নির্বাচিত কবিতার আবৃত্তি অনুষ্ঠান ‘স্বগত সংলাপ’ আগামীকাল শনিবার। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক রইস উল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দলীয় আবৃত্তিচর্চাকে প্রাধান্য দিলেও কণ্ঠশীলন একক আবৃত্তিশিল্পী তৈরির দিকেও সমান মনোযোগী। কণ্ঠশীলনের নিয়মিত আবৃত্তিশিল্পীদের আয়োজন ‘স্বগত সংলাপ’ শীর্ষক নির্বাচিত কবিতার আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে একক আবৃত্তিশিল্পী তৈরিতে ভূমিকা রাখে।

‘স্বগত সংলাপ’-এর এই পর্বে ৯ জন আবৃত্তিশিল্পী একক আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানটির প্রণোদনায় রয়েছেন কণ্ঠশীলন অধ্যক্ষ, প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত।

কণ্ঠশীলন পরিবারের সকল সদস্যসহ সংস্কৃতি মনস্ক মানুষ বিশেষ করে আবৃত্তিকর্মে যুক্তদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এফএইচএস/আরএস/পিআর